Weekly Current Affairs Bengali
Hey, Job Seeker are you searching Current Affairs? Stay connected with us for Daily Current Affairs and Weekly Current Affairs Bengali. Download our চাকরির প্রস্তুতি android app for Daily Current Affairs Click Here. Here is a Weekly Current Affairs Bengali PDF download this PDF Hope this PDF will help for your Job Preparation and these current affairs can be important for your upcoming Government Job Exams.
আমাদের সাথে যুক্ত থাকুন আরো অনেক অনলাইন মক টেস্টের জন্য। আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে START লিখে পাঠিয়ে দিন 7865821194 নাম্বারে আর পেয়ে যান সমস্ত অনলাইন মক টেস্ট এবং চাকরির খবরাখবরের আপডেট সবার আগে নিজের হোয়াটসঅ্যাপে।
[the_ad id=”191″]
Weekly Current Affairs Bengali Free PDF
১) কোন শহরে 25 তম পার্টনারশিপ সামিট 2019 অনুষ্ঠিত হবে?
=> মুম্বাই।
২) কোন ভারতীয় খেলোয়াড় সম্প্রতি সিডনি ক্রিকেট গ্রাউন্ডের সম্মানীয় সদস্যপদ পেয়েছে?
=> বিরাট কোহলি এবং কোচ রবি শাস্ত্রী।
৩) কোন ভারতীয় সাংবাদিককে মিডিয়া ফ্রিডম জোটের জন্য সভাপতি নিযুক্ত করা হয়েছে?
=> নারাসিমহান রাম।
৪) সম্প্রতি সংবাদ শিরোনামে থাকা আশুতোষ আমান কোন খেলার সঙ্গে যুক্ত?
=> ক্রিকেট।
৫) কে ICSI লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন?
=> আদী গোদ্রেজ।
৬) 29 তম ইন্ডিয়ান পেইন্ট সম্মেলন 2019 কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে?
=> আগ্রা।
৭) ভেনেজুয়েলার নতুন রাষ্ট্রপতি হিসেবে কে শপথ নিলেন?
=> নিকোলাস মাদুরো।
৮) কে তাইওয়ানের নতুন প্রধানমন্ত্রী হয়েছে?
=> সু টসেঙ-চাঙ (Su Tseng-chang)।
৯) 2020 টোকিও অলিম্পিকের জন্য ভারতের শেফ ডি মিশন হিসাবে কার কথা বলা হয়েছে?
=> বীরেন্দ্র প্রসাদ বৈশ্য (Birendra Prasad Baishya)।
১০) ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের দ্বারা কে লাইট ফ্লাইয়ে (45-48 কেজি) বিভাগে প্রথম হয়েছে?
=> মেরি কম।
১১) কোন আইআইটি 6 মাসের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স চালু করার সিদ্ধান্ত নিয়েছে?
=> আইআইটি খড়গপুর।
১২) বিশ্বব্যাংকের 2019 সালের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস রিপোর্ট অনুসারে, আর্থিক বছর 19 এর জন্য ভারতের জিডিপির পূর্বাভাস কী?
=> 7.3%।
১৩) গ্লোবাল সোলার কাউন্সিলের প্রধান হিসেবে প্রথম ভারতীয় কে হলেন?
=> প্রণব আর মেহতা।
১৪) 2019 আফ্রিকা কাপ অফ নেশনসের হোস্ট হিসেবে কোন দেশের নাম দেওয়া হয়েছে?
=> মিশর।
১৫) সাম্প্রতিককালে সংবাদে থাকা গঙ্গজাল প্রজেক্টটি কোন শহরে চালু করা হয়েছে?
=> আগ্রা।
১৬) ভারতের দীর্ঘতম সিঙ্গেল-লেন স্টিল ক্যাবল সাসপেনশন ব্রীজ কোন শহরে চালু করা হয়েছে?
=> অরুনাচল প্রদেশ।
১৭) EIU ডেমোক্র্যাসি ইন্ডেক্স 2018 এ ভারতের অবস্থান কী?
=> 41 তম।
১৮) 4র্থ তম রাইসিনা ডায়ালগ কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে?
=> নিউদিল্লী। (থিম A World Reorder: New Geometries; Fluid Partnerships; Uncertain Outcomes)
১৯) প্রথম গ্লোবাল এভিয়েশন সামিটের থিম কী GAS-2019?
=> ফ্লাইং ফর অল।
২০) সশস্ত্র সীমার বলের নতুন ডাইরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হলেন?
=> কুমার রাজেশ চন্দ্র।
[the_ad id=”194″]
২১) মালয়েশিয়ায় কোন রাজা প্রথম মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করলেন?
=> সুলতান মুহাম্মদ ভি।
২২) সম্প্রতি কত তারিখে, 2019 সালে অনাবাসী ভারতীয় দিবস পালন করা হলো?
=> 9 ই জানুয়ারি।
২৩) ডিজিটাল পেমেন্টে আরবিআই প্যানেলের প্রধান কে?
=> নন্দন নিলকানি।
২৪) কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ সম্প্রতি সরকারি চাকরিগুলিতে ‘অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া’ উচ্চ শ্রেণীর জন্য কত শতাংশ রিজার্ভেশনের অনুমোদন করেছে?
=> 10%।
২৫) JNV এর ছাত্রদের আত্মহত্যার বিষয়ে নজরদারির জন্য হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রি যে টাস্ক ফোর্স গঠন করেছে তার প্রধান কে?
=> জিতেন্দ্র নাগপাল।
২৬) অনুসন্ধানী রিপোর্টিংয়ের জন্য রমনাথ গয়েঙ্ক এক্সিলেন্ট জার্নালিজম পুরস্কার পেলেন কে (প্রিন্ট ক্যাটাগরি)?
=> এস. বিজয় কুমার(The Hindu)।
২৭) 2019 সালের হপম্যান কাপের শিরোপা কোন দেশ অর্জন করেছে?
=> সুইজারল্যান্ড।
২৮) খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2019 দ্বিতীয় সংস্করণ কোন শহরে অনুষ্ঠিত হবে?
=> পুনে।
২৯) কোন তিনটি রিজিনাল রুরাল ব্যাঙ্ককে একত্রিত করে একটি ব্যাঙ্কে পরিণত করা হলো?
=> Punjab Gramin Bank, Malwa Gramin Bank and Sutlej Gramin Bank।
৩০) অল ইন্ডিয়া রেডিও ন্যাশনাল কবি কনফারেন্স 2019-এ কোন শহরে অনুষ্ঠিত হবে?
=> চেন্নাই।
Download Weekly Current Affairs Bengali PDF
Follow Us
আমাদের ফেসবুক পেজে লাইক করতে ক্লিক করুন এখানে
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে
Sponsored
ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার 20 টি প্রেকটিস সেট ও বিগত বছরের প্রশ্নপত্র। যাদের এই বইটিকে প্রয়োজনীয় মনে হবে নীচের Buy Now বোতামে ক্লিক করে কিংবা বইটির ওপরে ক্লিক করে দাম দিয়ে বইটিকে কিনে নিতে পারো। অপ্রয়োজনীয় মনে হলে ইগনোর করুন। আশা করি সকলের বইটিকে ভালো লাগবে। দাম মাত্র 65 টাকা।
ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি বই। যাদের এই বইটিকে প্রয়োজনীয় মনে হবে নীচের Buy Now বোতামে ক্লিক করে কিংবা বইটির ওপরে ক্লিক করে দাম দিয়ে বইটিকে কিনে নিতে পারো। অপ্রয়োজনীয় মনে হলে ইগনোর করুন। আশা করি সকলের বইটিকে ভালো লাগবে। দাম মাত্র 70 টাকা।
[the_ad id=”393″]
Online Education Important Links
Weekly Current Affairs Bengal Part 3
Weekly Current Affairs Bengal Part 4