Weekly Current Affairs Bengali
Hey Job Seeker are you searching Current Affairs? Stay connected with us for Daily Current Affairs and Weekly Current Affairs Bengali. Download our চাকরির প্রস্তুতি android app for Daily Current Affairs Click Here. Here is a Weekly Current Affairs Bengali PDF download this PDF Hope this PDF will help for your Job Preparation and this current affairs can be important for your upcoming Government Job Exams.
Weekly Current Affairs Bengali Free PDF
১) সম্প্রতি কোন হাইকোর্টে ভারতে অনলাইন ওষুধ বিক্রি নিষিদ্ধ করলো?
=> দিল্লি হাইকোর্ট।
২) সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের বার্ষিক রিপোর্ট অনুসারে, কোন দেশ বিশ্বের দ্বিতীয় নং অস্ত্র উৎপাদনকারী?
=> রাশিয়া।
৩) 2018 সালের জাতিসংঘ জলবায়ু পরিবর্তনের সম্মেলনে জাতিসংঘের জলবায়ু অ্যাকশন অ্যাওয়ার্ডের মাধ্যমে কোন ভারতীয় স্টার্ট আপকে সম্মানিত করেছে?
=> উত্তর প্রদেশ বেসড স্টার্টআপ হেলপ আস গ্রীন।
৪) ভারতীয় নৌবাহিনী তার প্রথম নন-টিথেরড ডিপ সাবমেরেন্স রেসকিউ ভেহিকল সিস্টেমকে কোন নৌ ডকইয়ার্ডে অন্তর্ভুক্ত করলো?
=> বোম্বাই।
৫) 2018 সালকে সংজ্ঞায়িত করতে কোন দেশ সম্প্রতি চীনা চরিত্র “দুর্যোগ” গ্রহণ করলো?
=> জাপান।
৬) কোন পারমাণবিক শক্তি কেন্দ্র 941 দিনের জন্য দীর্ঘতম নিরবচ্ছিন্ন অপারেশনর বিশ্ব রেকর্ড তৈরি করেছে?
=> Kaiga পারমাণবিক শক্তি কেন্দ্র।
৭) ভারতের চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের নতুন সভাপতি কাকে নিযুক্ত করা হয়েছে?
=> ব্রিজেন্দ্র পাল সিং।
৮) সম্প্রতি কত তারিখে 2018 সালের আন্তর্জাতিক ইউনিভার্সাল হেলথ কভারেজ ডে পালন করা হয়েছিল?
=> 12 ডিসেম্বর।
৯) 2018 সালের জন্য জ্ঞানপীঠ পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে?
=> অমিতাভ ঘোষ।
১০) বিশ্বের প্রথম ফ্লোটিং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোন দেশে গড়ে উঠছে?
=> রাশিয়া।
১১) কোন শহরে 39 তম গলফ কোঅপারেশন কাউন্সিল সামিট হবে?
=> রিয়াদ, সৌদি আরব।
১২) সম্প্রতি কবে জাতীয় শক্তি সংরক্ষণ দিবস উদযাপিত হলো?
=> 14 ডিসেম্বর।
১৩) মিজোরামের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নিচ্ছেন?
=> Pu Zoramthanga ।
১৪) ওডিশায় কচ্ছপ রক্ষা করার জন্য কোন ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন ‘অলিভা’ চালু করেছে?
=> ভারতীয় কোস্ট গার্ড।
১৫) পার্লামেন্টে মহিলাদের জন্য 33 শতাংশ আসন সংরক্ষণের জন্য কোন রাজ্য সরকার আইন পাশ করলো?
=> পাঞ্জাব।
১৬) কে প্রথম ওমেন্স টেনিস এসোসিয়েশন কোচ অফ দি ইয়ার পেলেন?
=> Sascha Bajin ।
১৭) 2019 সালের ক্লাইমেট চেঞ্জ পারফরম্যান্স ইন্ডেক্সে ভারতের অবস্থান কত?
=> 11 তম।
১৮) কোন ভারতীয় ক্রীড়াবিদ প্রথম ITTF ব্রেকথ্রু স্টার অ্যাওয়ার্ড পেলেন?
=> মনিকা বাত্রা।
১৯) কোন রাজ্যে সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিভা পার্বা সংগঠিত হচ্ছে?
=> মধ্য প্রদেশ।
[the_ad id=”194″]
২০) 2018 সালের আন্তর্জাতিক মানবাধিকার দিবসের থিম কী?
=> স্ট্যান্ড আপ ফর হিউম্যান রাইটস।
২১) কোন দেশ সম্প্রতি ফাইনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের পূর্ণ সদস্য হয়ে উঠেছে?
=> ইজরায়েল।
২২) ভারতীয় রিজার্ভ ব্যাংকের নবনির্বাচিত গভর্নর কে?
=> শক্তিকান্ত দাস।
২৩) কোন ভারতীয় খেলোয়াড়কে মেথোইলিমা শিরোনাম দিয়ে সম্মানিত করা হয়েছে?
=> মেরি কম।
২৪) টাইম ম্যাগাজিনের 2018 সালের “পার্সন অফ দ্য ইয়ার” কাকে ভূষিত করা হলো?
=> সৌদি আরবের সাংবাদিক জামাল খসোগী।
২৫) কোন ভারতীয় ব্যক্তিত্বকে জাতিসংঘের প্যানেল অফ অডিটর ভাইস চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে?
=> রাজীব মেহরিশী।
২৬) কাকে নতুন সুইফট ইন্ডিয়া চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে?
=> অরুন্ধতী ভট্টাচার্য।
২৭) “ইনসিওর” পোর্টালটি কোন মন্ত্রনালয় চালু করেছিল?
=> কৃষি মন্ত্রণালয়।
২৮) কোন ভারতীয় সশস্ত্র বাহিনী তার প্রথম সামরিক ব্যায়াম ‘ক্রস বো -18’ চালু করলো?
=> ভারতীয় বিমান বাহিনী।
২৯) 2018 সালের সেরা সংসদীয় নারী(রাজ্যসভা) কাকে নির্বাচিত করা হয়েছে?
=> DMK এমপি কানিমোঝি।
৩০) কেন্দ্রীয় সরকার জাতীয় পেনশন স্কিমে অনুদান 10% থেকে বাড়িয়ে কত করলো?
=> 14% ।
৩১) ভারত তথা এশিয়ার মধ্যে প্রথম কোন রাজ্যের পর্যটন “অ্যাডভেঞ্চার নেক্সট ” হোস্ট করলো?
=> মধ্যপ্রদেশ।
৩২) কবে 2018 সালের আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালন করা হলো?
=> 9 ডিসেম্বর।
Food Sub Inspector Exam Date
৩৩) অরুণাচল প্রদেশের নতুন জেলার নাম কি?
=> 23 তম জেলা শিই ইয়মি।
৩৪) সম্প্রতি কোন সংস্থা গ্লোবাল নিউট্রিশন রিপোর্ট 2018 প্রকাশ করল?
=> WHO ।
৩৫) কোন রাজ্য সরকার সম্প্রতি হয়রানির সম্মুখীন নারীদের জন্য 24 ঘন্টা হেল্পলাইন ‘181’ চালু করেছে?
=> তামিলনাড়ু।
৩৬) 2018 মিস ওয়ার্ল্ড শিরোপা কি পেলো?
=> ভেনেসা পন্স।
৩৭) ‘গ্লিনকো ওয়ার্ল্ড সয়েল পুরস্কার 2018’ কে জিতেছে?
=> রতন লাল।
৩৮) কোন রাজ্য ভারতের মধ্যে প্রথম রাজ্য হলো যেখানে চারটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে?
=> কেরালা।
[the_ad id=”490″]
৩৯) ভারতের নৌবাহিনী কোন তারিখে সাবমেরিন দিবস উদযাপন করে?
=> 8 (Eight) ডিসেম্বর।
৪০) কোন আই.আই.টি সাইবার নিরাপত্তা শিক্ষার জন্য ডি.এস.সি.আই এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2018 জিতেছে?
=> আই.আই.টি খড়গপুর।
৪১) 2018 মিলিটারি লিটারেচার ফেস্টিভাল কোন শহরে অনুষ্ঠিত হবে?
=> চন্ডিগড়।
৪২) ভারতের মধ্যে প্রথম কোন জেলা আদালতে ই-পেমেন্ট চালু হবে?
=> পুনে জেলা আদালত।
৪৩) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফ এ ও) সিদ্ধান্ত নিয়েছে যে কোন বছরকে আন্তর্জাতিক মিলেটস বছর হিসাবে পালন করবে?
=> 2023 ।
৪৪) কোন দেশের সরকার সম্প্রতি বৈদেশিক নীল শ্রমিক গ্রহণ করার জন্য বিতর্কিত আইন প্রণয়ন করেছে?
=> জাপান।
৪৫) কোন দেশটি বিশ্বের প্রথম 2019 সালের মধ্যে সব পাবলিক ট্রান্সপোর্টকে ফ্রি করবে?
=> লাক্সেমবার্গ।
৪৬) কোন জাতীয় মন্ত্রণালয়কে জাতীয় গুরুত্বের জন্য স্কোচ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে?
=> নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রণালয়।
৪৭) 2018 স্টার্টআপ ইন্ডিয়া ভেনচার ক্যাপিটাল সামিট কোথায় অনুষ্ঠিত হবে?
=> গোয়া।
৪৮) “এআই 4 অল গ্লোবাল হ্যাকথন” কোন দেশের স্টার্টআপ এর সঙ্গে পার্টনারশিপ করে নীতি আয়োগ চালু করলো?
=> সিঙ্গাপুর।
Download Weekly Current Affairs Bengali PDF
Click Here to Download PDF
[the_ad id=”195″]
Follow Us
আমাদের ফেসবুক পেজে লাইক করতে ক্লিক করুন এখানে
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে
Sponsored
ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার 20 টি প্রেকটিস সেট ও বিগত বছরের প্রশ্নপত্র। যাদের এই বইটিকে প্রয়োজনীয় মনে হবে নীচের Buy Now বোতামে ক্লিক করে কিংবা বইটির ওপরে ক্লিক করে দাম দিয়ে বইটিকে কিনে নিতে পারো। অপ্রয়োজনীয় মনে হলে ইগনোর করুন। আশা করি সকলের বইটিকে ভালো লাগবে। দাম মাত্র 65 টাকা।
ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি বই। যাদের এই বইটিকে প্রয়োজনীয় মনে হবে নীচের Buy Now বোতামে ক্লিক করে কিংবা বইটির ওপরে ক্লিক করে দাম দিয়ে বইটিকে কিনে নিতে পারো। অপ্রয়োজনীয় মনে হলে ইগনোর করুন। আশা করি সকলের বইটিকে ভালো লাগবে। দাম মাত্র 70 টাকা।
[the_ad id=”393″]
Online Education Important Links
Weekly Current Affairs Bengal Part 2
Weekly Current Affairs Bengal Part 3