নমস্কার বন্ধুরা, Railway Group D, PSC Clerkship, Food Sub Inspector, West Bengal Police, Bana Sahayak সহ বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির জন্য সহযোগিতা করতে পেরে আমরা অত্যন্ত খুশি। সকলের অভিবাদন পেয়ে আমরা অত্যন্ত খুশি এবং আমাদের আরো বেশি পরিশ্রম করতে অনুপ্রাণিত করে।
আজ আমরা আবার তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ PDF নিয়ে হাজির হয়েছি। Important National Parks of India Free PDF টি বন সহায়ক সহ অন্যান্য বিভিন্ন কম্পিটিটিভ চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আশা করছি Important National Parks of India Free PDF টিও তোমাদের চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য সহযোগী হবে।
Bana Sahayak Online GK Mock Test
Latest Job News and Free Study Material
Important National Parks of India
এখানে কিছু বাছাই করা জাতীয় উদ্যান সম্পর্কে লেখা হলো নীচে পুড়ো PDF টি দেওয়া হয়েছে।
- কাজিরাঙা জাতীয় উদ্যান- আসাম রাজ্যে অবস্থিত 1905, একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, এছাড়াও রয়েছে বেঙ্গল টাইগার, হাতি, বন্য জলমহিষ, বারশৃঙ্গার।
- জিম করবেট জাতীয় উদ্যান- 1936 সালে উত্তরাখণ্ডে প্রতিষ্ঠিত হয়, বিপন্ন বাংলার বাঘকে রক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়।
- সিমলিপাল জাতীয় উদ্যান- 1980 সালে উড়িষ্যায় প্রতিষ্ঠিত হয়, বন বিড়াল, বাঘ, হাতি সংরক্ষণের উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠিত হয়।
- বন্দীপুর জাতীয় উদ্যান- 1974 সালে কর্ণাটকে প্রতিষ্ঠিত হয়, বাঘ সংরক্ষণ এখানকার মূল উদ্দেশ্য।
- জলদাপাড়া জাতীয় উদ্যান- 2012 সালে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে প্রতিষ্ঠিত, একশৃঙ্গ গন্ডার এখানকার বিশেষত্ব এছাড়াও রয়েছে হাতি, হরিণ, বাঘ ইত্যাদি।
- গরুমারা জাতীয় উদ্যান- 1994 সালে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে প্রতিষ্ঠিত হয়, গোরুমারায় হাতি, গণ্ডার, গউর, হরিণ, বুনো শুয়োর, ময়ূর প্রভৃতি পশুপাখি রয়েছে।
- দুধওয়া জাতীয় উদ্যান- 1977 সালে উত্তরপ্রদেশে প্রতিষ্ঠিত , বাঘ বরা হরিণ প্রভৃতির জন্য বিখ্যাত।