Bengali Current Affairs and General Knowledge Free PDF
Are you preparing for Government Jobs? Here is some important Bengali Current Affairs and General Knowledge Questions and Answers PDF download free PDF.
[the_ad id=”191″]
কারেন্ট অ্যাফেয়ার্স
১) সম্প্রতি ‘ধর্ম গার্ডিয়ান’ যৌথ সামরিক ব্যায়াম কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে?
=> ভারত ও জাপান।
২) বিশ্ব স্টিল অ্যাসোসিয়েশনের কোষাধক্ষ্য হিসেবে নিযুক্ত হলেন কে?
=> সজ্জন জিন্দাল।
৩) ‘রাস্তা’ এবং ‘যাত্রী রাস্তা’ অ্যাপ দুটি চালু করল কে?
=> নর্থ সেন্ট্রাল রেলওয়ে।
৪) সম্প্রতি 10 বছর বয়সী কোন বালক ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দি ইয়ার 2018 (এশিয়া) পেল?
=> আর্শদীপ সিং।
[the_ad id=”194″]
৫) বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতু কোনটি?
=> হংকং-জুহাই-ম্যাকওও ব্রিজ (55 কিলোমিটার)।
৬) ভারতের প্রথম টানেলের মধ্যে রেলওয়ে স্টেশন নির্মিত হচ্ছে কোন রাজ্যে?
=> হিমাচল প্রদেশ।
৭) জাপানের 2018 সালের ফুকুওকা আর্টস অ্যান্ড কালচার প্রাইজ পেলেন কোন ভারতীয় লোক শিল্পী?
=> তিজান বাই।
৮) পুলিশ স্মারক দিবস কবে পালিত হয়?
=> 21 অক্টোবর।
৯) ডেনমার্ক ওপেন 2018 ব্যাডমিন্টন মহিলা সিঙ্গেল কে জিতেছে?
=> তাইজু ইয়াং(চিন)।
১০) সম্প্রতি বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে কোথায়?
=> বুদাপেস্ট।
জেনারেল নলেজ
১) বিদ্যুৎ পরিমাপের ব্যাবহারিক একক কী?
=>কুলম্ব।
২) হাইড্রোজেন জ্বললে শিখার রং কী হয়?
=>নীল
৩) সতীদাহ প্রথা বিলোপ করেন কে?
=>লর্ড বেন্টিঙ্ক।
[the_ad id=”195″]
৪) দুধে কী ধরনের প্রোটিন পাওয়া যায়?
=>ক্যাসেইন।
৫) হোমরুল আন্দোলন কে শুরু করেন?
=>অ্যানি বেসান্ত।
৬) খোদা ই খিদমৎগার দলের সংগঠক কে?
=>আব্দুল গাফফর খান।
৭) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস কোনটি?
=>রাজমোহনস ওয়াইফ।
৮) লোকসভার প্রথম অধ্যক্ষ কে?
=>গণেশ বাসুদেবন মভলঙ্কার।
৯) মুদ্রা প্রস্তুতিতে কোন ধাতু লাগে?
=>কোবাল্ট।
১০)দহনে সাহায্য করে কোন গ্যাস?
=>অক্সিজেন।
[the_ad id=”193″]
১১)জম্মু কাশ্মীরের সরকারি ভাষা কি?
=>উর্দু ও কাশ্মীরি।
১২)জুরাসিক পার্ক সিনেমাটির পরিচালক কে?
=>স্টিভেন স্পিলবার্গ।
১৩)প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী কে?
=>দেবিকা রানি।
১৪) রাজ্যসভায় সর্বাধিক প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে কোন রাজ্যকে?
=>উত্তর প্রদেশ।
১৫) কোন দেশের অনুকরণে ভারতের নির্বাচন ব্যাবস্থা গৃহীত হয়েছে?